হালকি নফল নামাজ পড়ার নিয়ম

হালকি নফল নামাজ
হালকি নফল নামাজ পড়ার নিয়ম পড়ার আগে আমাদের জানতে হবে হালকি নফল নামাজ কাকে বলে? হালকি নফল নামাজ হল সেই নামাজ যা বিতরের তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করার পর দু’রাকাত নফল নামাজ আদার করাকে বুঝায়। এই হালকি নামাজ সম্পর্কে আমরা [1] দারিমী, (আস-সুনান ১/৪৫২) এবং [2] মো. বসির উদ্দীন আহমদ, (নেক আমল পৃ: ১৬৮) হাদিসে জানতে পারি 

রাসূলুল্লাহ (ﷺ) শেষ রাতে তাহাজ্জুদ আদায়ের পরে বিত্র আদায় করতেন। এরপর দুই রাক‘আত নফল সালাত আদায় করতেন। একটি হাদীসে উল্লেখ করা হয়েছে যে, বিত্র-এর পরে দু রাক‘আত নফল সালাত আদায় করলে ‘তাহাজ্জুদ’ বা কিয়ামুল্লাইলের সাওয়াব পাওয়া যায়।

ঈদ মোবারক পিকচার 2023

হালকি নফল নামাজের ফজিলত ও ব্যাখ্যা:

অর্থাৎ এই হাদীস দ্বারা এটা প্রমাণিত হয় যে, প্রচলিত জাল ও ভিত্তিহীন কথার মধ্যে রয়েছে: ভেতরের তিন রাকাত ওয়াজিব নামাজ পড়ার পর যদি অতিরিক্ত দুই রাকাত নফল নামাজ আদায় করিলে সে ব্যক্তি একশত রাকাত নামাজ পড়ার ছওয়াব হাসিল হবে।
প্রতি রাকাতে সুরা ফাতেহার পর সূরা একলাছ ৩ বার করিয়া পাঠ করিয়া নামাজ আদায় করিতে হয়...। এগুলি সবই ভিত্তিহীন কথা বলে প্রতীয়মান হয়।[2]


আবার অনেকেই প্রশ্ন করে এই হালকি নফল নামাজ পড়ার নিয়ম সম্পর্কে যদি কিছু বলতেন। এই নামাজ কি বিতরের আগে পড়তে হয়, নাকি পরে পড়তে হয়?  কি কি সূরা দিয়ে পড়তে হয়?

হাদিসে নবী(সা.)  এই নফল নামাজটি বসে পড়ার নির্দেশ দিয়েছেন এবং এ বিষয়ে শেখ নাসিরউদ্দিন আলবানি (রা.) মেশকাতের তাহকিকের মধ্যে এই হাদিসকে সহিহ বলেছেন।

পরিশেষে বলা যায় যে, যদি কেহ এই হালকি নফল দুই রাকাত নামাজ  পড়তে চান তাহলে অন্যান্য নফল নামাজের ন্যায় প্রচলিত সূরা দ্বারা পড়তে পারেন, তাছাড়া এই দুই রাকাত নামাজ কোনো বাধ্যতামূলক নয়; ইচ্ছে করলে পড়তে পারে তবে নামাজ আদায় করাটা সত্যিই বুদ্ধিমানের কাজ।

আরো পড়ুন















1 Comments

  1. বসে পড়লে বেশি সওয়াব না দাঁড়িয়ে সওয়াব বেশি।

    ReplyDelete
Previous Post Next Post