কোন বই পড়লে বেশি জ্ঞান বাড়ে?

কোন বই পড়লে বেশি জ্ঞান বাড়ে? এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবো পাশাপাশি আমি তোমাকে কি বইয়ের তালিকা দেব যা পড়লে তোমার জ্ঞান বাড়বে।

বই পড়ে জ্ঞান বাড়ার আগে তোমাকে দেখতে হবে তুমি কেমন বই পড়তে হবে তুমি কেমন বই পড়তে পড়তে পারো, কেউ কেউ আছে যারা, একটা শব্দ পড়তে গিয়ে মনে হয় তার দাঁত ভেঙ্গে গেল উচ্চরণ করতে করতে। 

kun boi porle gane bare

তোমাকেআগে দেখতে হবে তুমি কেমন কঠিন শব্দ পড়তে পারো।

কেন কছিন শব্দ গুল পড়বে কেননা বাংলা ভাষায় একটি মিশ্র ভাষা। এই ভাষায় রয়েছে বহু দেশি-বিদেশি শব্দ (যেমন: সংস্কৃতি, হিন্দি, ইংরেজি আরবি, ফার্সি, চিনা, পর্তুগিজ প্রভৃতি।)

এই ভাষা গুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ বাংলায় সংস্কৃতি শব্দ সবচেয়ে বেশি যার কারণে কঠিন কঠিন শব্দ বিদ্যমান।

তাই বলে কি ঘাবরে যাবে মোটেও না, যত কঠিনই থাকুক না কেন সব কিছুর একটা সহজ সমাধান আছে। আর এর সমাধানের জন্য তোমাকে নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ পড়তে পারো।


তো এবার আসি মূল প্রসঙ্গে কোন বই পড়লে বেশি জ্ঞান বাড়ে? আসলে যে কোন বই পড়লেই জ্ঞান বাড়ে। সব সময় নিজেকে আপডেট রাখার চেষ্টা করবে যেমন বর্তমানে কোথায় কি ঘটছে সে বিষয়ে সেটা হতে পারে শিক্ষা বিষয় বা বিনোদন অথবা রাজনীতি।


তুমি যদি আপডেট থাকো আমার মনে হয় তোমাকে যে কেউ জ্ঞানী সেটা বলবেই। আসলে এই পৃথিবীতে সবাই জীবনে কম বেশি জ্ঞান অর্জন করে যদি তুমি তাদের জীবনী সংক্রান্ত বই পড়ো তাহলে তার জীবনে ঘটে যাওয়া এমন কিছু সমস্যা যা তিনি খুব সহজেই সমাধান করেছে হয়তো সেই সমাধানটি খুবই সহজ ছিল।

আমার মনে হয় তুমি এবার নিশ্চয় বুঝে গেছো কোন বই পড়লে বেশি জ্ঞান বাড়ে? যদি তাও তোমার বুঝতে একটু হিমশিম খাও তবে আমাকে জানাতে পারো।

তুমি যাই পড়ো না কেন ,প্রতিটি বইয়ের তুমি জ্ঞানের সন্ধান পাবে।

Post a Comment

Previous Post Next Post