ইংরেজি হাতের লেখা সুন্দর করার কৌশল

আমরা অনেকেই আছি যাদের হাতের লেখা দেখলে মনে হয় এটা বোধোয় ক্লাস সিক্স-সেভেনের পুলাপানের হাতের লেখা। যদি এমনটি হয় তাহলে আমি তোমাকে দেখাবো ইংরেজি হাতের লেখা সুন্দর করার কৌশল বা কিভাবে ইংরেজি হাতের লেখা সুন্দর করব/করা যায়।

এই জন্য তোমাকে প্রথমে দেখতে হবে তুমি কিসের কারণে ইংরেজি লিখবে, তুমি জানো অথবা জেনে থাকবে , এই পৃথিবীতে এমন কোন ব্যক্তি পাবে না যে তার পরীক্ষার হলে সে খুব দ্রুত এবং খুব সুন্দর করে লিখছে। 

আসলে সত্যি বলতে কি জানো, সকলকেই তার শিল্পকর্মের জন্য কিছু সময় দিতে হবে। তুমি এটাও দেখে থাকবে রাস্তার অলিতে-গলিতে আমাদের চেনা-জানা অনেক বড় ভাইরা রয়েছে যারা দেয়ালে কিংবা রাস্তায় বড় বড় করে লিখে তারা কি খুব দ্রুত সুন্দর করে লিখতে পারে। না, অবশ্যই না।

তো তোমাকে অবশ্যই ইংরেজি হাতের লেখা সুন্দর করার জন্য প্রতিদিন অন্ত:পক্ষে হলে এক ঘন্টা করে সময় ব্যয় করতে হবে। আর সর্বদায় চেষ্টা করবে বইয়ের পাতায় কেমন করে লেখা আছে সে অনুসরণ করবে।

কেননা এই বইই একমাত্র তোমাকে শেখাতে পারে কেননা এটা আমরা সকলেই জানি বই আমাদের পরম বন্ধু।

আরো পড়ুন: রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মসলা

তাছাড়া যদি তুমি চাও ইংরেজি টানা হাতের লেখা লিখতে তাহলে তুমি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো। ও হে! আরেকটি কথা সেটা হলো যখন তোমরা তোমাদের ক্লাসের স্যারকে দেখবে যখন উনি বোর্ডে কিছু লিখছে তখন দেখবে তোমার কোন বর্ণটা পছন্দ হয় তাহলে সেটা তোমার আয়ত্তে নিয়ে আসবে দেখবে তোমার লেখার ধরণটাই পাল্টে যাবে।আমি তোমাকে কিছু ইউটিউরের কিছু ভিডিও দিচ্ছি যা আমার ভালো লেগেছে.....

আরো পড়ুন: 1 থেকে 100 ইংরেজি বানান

ইংরেজি হাতের লেখা সুন্দর করার কৌশল এর ভিডিও-১


ইংরেজি হাতের লেখা সুন্দর করার কৌশল এর ভিডিও-২



Post a Comment

Previous Post Next Post