সাপ মারলে কি হয়

সাপ দেখলেই মারতে নেই,  কেননা সাপ পরিবেশের বন্ধু। সাপ যেমন মানুষ কামড় মারলে যেমন ক্ষতি হয় তেমনি সাপ মারলে পরিবেশের জীব-বৈচিত্রের ভারসাম্য নষ্ট হয়। তাছাড়া মাঝে মাঝে দেখা যায় হাতি, ঘোড়া, কুকুর পাগল হয়ে যায়, তখন হাতি যা পায় তাই নষ্ট করে, ঘোড়া ছুটা-ছুটি করে তার মালিককে চিনে না, কুকুর পাগল হলে মানুষকে কামড় দেয়।

ঠিক তেমনি কিছু বাপ পাগল হলে যখন দেখা যায় সেই সাপ টি মানুষের ক্ষতি করছে তখন না হয় তাকে কোনো বেদে এনে তার কাছে  দেয়া অথবা সাপটিকে লাটি দিয়ে মারা উত্তম।

সাপ মারলে কি হয়? বিশ্বাস কি হয়না, তাহলে সরাসরি দেখুন আল্লাহর কুদরত |  snake | miracle of Allah



সাপ মারলে কি হয় তা এখন পরিষ্কার।

Post a Comment

Previous Post Next Post